• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-২-২০২৩, সময়ঃ রাত ০৭:১৮

এসকেএস হাসপাতালের পরিচালক ডা: মো: আখতার আলম ডনের ইন্তেকাল



নিজস্ব প্রতিবেদক ►

এসকেএস হাসপাতালের পরিচালক ডা: মো: আখতার আলম (ডন) আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ইন্তেবাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজীরধরনী গ্রামের মৃত্যু আতিয়ার রহমান বিশ্বাসের প্রথম পুত্র ডা. মো: আকতার আলম ডন (৭০) চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধার এসকেএস হাসপাতালে মৃত্যু বরন করেন। ডা. মো: আকতার ডন বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন সরকারী হাসপাতালে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন। এছাড়া এলাকার মানুষকে বিনামূল্য সেবা প্রদান করেছেন। সরকারী চাকরী জীবন থেকে অবসরের পর মৃত্যুর আগ পর্যন্ত গাইবান্ধার এসকেএস হাসপাতালে সততার সহিত পরিচালক পদে দায়িত্ব পালন করেন। নামাজে জানাযা শেষে শনিবার বিকেলে বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করেছেন এসকেএস হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্ধ।